ছোট বাড়ির নকশা ছবি: অল্প জায়গা থাকলে ছোটবাড়ির নকশা করা যেতে পারে। তবে অল্প জায়গা হলে জায়গার সঠিক ব্যবহার যেন হয় সে দিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে।
জায়গা ছোট হলে ও অন্তত ২ টা রুম করা যেতে পারে। কারণ অতীত মেহমান আসলে যেন থাকতে পারে।
সাথে ছোট একটা বারান্দা বা ড্রয়িং রুম রাখতে পারেলে অনেক ভালো হয়।
ছোট বাড়ি হলে ও দেখতে যেন সুন্দর হয় সে জন্য আগে থেকে সুন্দর একটা বাড়ির নকশা করে বাড়ির বাহিরের দিক যেন সুন্দর হয় সে ঘরের সামনের ডিজাইন ছবি দেখে কাজ করলে সত্যি সুন্দর হবে।
ঘরের সামনের ডিজাইন ছবি দেখে রং করা যায়। তাই বাড়ির সামনের ডিজাইন খুব গুরুত্বপূর্ণ।